এই রুটিনটা নিজে নিজে ফিনিশ করতে পারলে বেষ্ট। আর তুমি যদি এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার কাজটা একটু অর্গানাইজডভাবে শিখতে চাও। তাহলে এ গিয়ে অবশ্যই জুনের ১০ তারিখ থেকে জুনের ২৪ তারিখের মধ্যে এনরোল করে ফেলো।
এই কোর্স অনটাইমে ভালোভাবে ফিনিশ করতে পারলে তুমি SCIC (Tremendous Charged Interview Membership) এ সুযোগ পাবে। যাতে আরো স্পেশালভাবে নিজেকে দেশি এবং বিদেশী কোম্পানিতে ইন্টার্ন/জব এ এপ্লাই করার জন্য রেডি করে ফেলতে পারো। আর তোমাদের মধ্যে কেউ যদি একান্তই সিরিয়াস ফাইনান্সিয়াল টাফ টাইম ফেইস করে থাকো। তাহলে তারা শুধু নিচের প্রমো কোড বা কুপন ইউজ করতে পারো।
প্রমো কোড: webhero
[ এই ব্যাচের পর আর কোন কুপন কোড থাকবে না ]
আর রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোন প্রবলেম ফেইস করো বা কোন প্রশ্ন থাকে তাহলে Programming Hero Neighborhood নামক ফেইসবুক গরূপে গিয়ে পোষ্ট করে দিও।
.
লাস্ট কথা হচ্ছে– তুমি নিজে নিজে শিখো আর প্রোগ্রামিং হিরো এর গাইডেড এনভায়রনমেন্ট এ এসে শিখো সেটা মেটার করবে না। মেটার করবে তুমি আল্টিমেটলি তোমার টার্গেট এচিভ করছো কিনা। সেটা করতে পারলেই তোমার জন্য অভিনন্দন।